নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, “বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে। পলাতক আসামিকে যারা আশ্রয় দিয়েছে, তারা ঘৃণ্য অপরাধের পাশে দাঁড়িয়েছে। তাদের অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আইনের আওতায় আনা উচিত।” তিনি আরও বলেন, “সৎ প্রতিবেশী হিসেবে একটি দেশের মূল দায়িত্ব হলো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে।”
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, শেখ হাসিনাকে তিনটি অভিযোগের মধ্যে দুটি মামলা মৃত্যুদণ্ড এবং একটি মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।