বিনোদন ডেস্ক :
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়া একটি ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, দেশের ইতিহাস ও অনুভূতির জায়গায় বারবার আঘাত হানার চেষ্টা করা হচ্ছে বলে তার মনে হয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, “মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!”
সোমবার দুপুরে সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকে যেতে দেখা যায়। ওই সময় বিভিন্ন ছাত্র সংগঠনের পরিচয় দেওয়া কয়েকজন এগুলোর সঙ্গে ছিলেন বলে জানা গেছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং “আমরা কাউকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিতে দেব না।”