জেডটিভি বাংলা ডেস্ক :
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের নভেম্বরে ফাঁসি কার্যকর হওয়ার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের নির্দোষত্ব দাবি করেছিলেন বিএনপির সাবেক প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বিচার প্রক্রিয়া নিয়ে সে সময়ই নানা প্রশ্ন উঠেছিল।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সামনে এসেছে সালাউদ্দিন কাদেরের একটি পুরোনো বক্তব্য। এতে তিনি ট্রাইব্যুনালে দাঁড়িয়ে ভবিষ্যতে শেখ হাসিনার বিচার হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল হওয়া সেই বক্তব্যে সালাউদ্দিন কাদেরকে বলতে শোনা যায়—
“এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে…”