জেডটিভি বাংলা ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যাকাণ্ড মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, রায়ে পলাতক দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের অন্য দেশে অবস্থান করা “ন্যায়বিচারের প্রতি অবমাননাকর” হিসেবে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের দায়িত্ব হলো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া। মন্ত্রণালয় আশা প্রকাশ করে যে, ভারত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়।