বিনোদন ডেস্ক :
‘বাজরাঙ্গি ভাইজান’ (২০১৫) ছবির নির্বাক পাকিস্তানি মেয়ে মুন্নি চরিত্রে অভিনয় করে যিনি তুমুল জনপ্রিয় হয়েছিলেন, সেই হর্ষালি মালহোত্রা দীর্ঘ প্রায় এক দশক পর আবার সিনেমায় ফিরছেন। তবে এবার বলিউড নয় – ডেবিউ হতে চলেছে দক্ষিণ ভারতীয় ছবিতে।
তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ – যার বয়স এখন ৬৫-তার নতুন ছবি ‘অখণ্ড ২’- এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে হর্ষালিকে। তার তেলুগু ইন্ড্রাস্ট্রিতে এই প্রথম কাজ, যা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গানের প্রকাশনা অনুষ্ঠানে বালকৃষ্ণর পাশে উপস্থিত ছিলেন হর্ষালি মালহোত্রা। নতুন গ্ল্যামারাস লুকে তাকে দেখে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়। অনেকে বলেন -“মুন্নি বড় হয়ে তো একদম নায়িকা!”
হর্ষালি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পর্দায় ফেরার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। এই ছবিতে তিনি ‘জনানি’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নির্মাণসংশ্লিষ্ট সূত্র বলছে, এই চরিত্রটি গল্পের মোড় ঘোরাতে বড় ভূমিকা রাখবে। ‘অখণ্ড ২’ মুক্তি পেতে যাচ্ছে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমসহ একাধিক ভাষায়। ফলে হর্ষালির সামনে খুলে যাচ্ছে আরও বড় দর্শকপরিসর। এক সময় মুন্নি চরিত্র দিয়ে যিনি হৃদয় জিতেছিলেন, এবার তার নতুন রূপ দর্শক কীভাবে গ্রহণ করেন – সেটিই এখন দেখার বিষয়।