January 11, 2026, 11:24 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

২৪ কোটি টাকায় স্যামসনকে এনেও অধিনায়ক বানায়নি চেন্নাই

স্পোর্টস ডেস্ক :

আইপিএল ২০২৬ মৌসুমের রিটেনশন ও রিলিজ তালিকা প্রকাশের শেষ দিনে জমে উঠেছে দলবদলের বাজার। একাধিক ক্রিকেটার দল হারিয়েছেন, কেউ আবার ট্রেডিংয়ের মাধ্যমে নতুন দলে নাম লিখিয়েছেন। আলোচনার কেন্দ্রে ছিলেন সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে দলে টানতে খরচ করেছে ১৮ কোটি রুপি (প্রায় ২৪ কোটি ৭৮ লাখ টাকা)। এতে ধারণা করা হচ্ছিল, তিনিই হচ্ছেন দলের নতুন অধিনায়ক। তবে শেষ পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব রাখা হয়েছে গত তিন আসরের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের হাতেই।

স্যামসনের রাজস্থান ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় অনেকে তাকেই ধোনির উত্তরসূরি ভাবছিলেন। যদিও এবার নেতৃত্ব না পেলেও ভবিষ্যতে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে তাকে দেখছেন অনেকেই। ট্রেডিংয়ে বড় পরিবর্তন: জাদেজার পারিশ্রমিক কমলো, কারানও রাজস্থানে ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। তার আগেই ট্রেডিং উইন্ডোতে বড় ধরনের রদবদল হয়েছে।

  • স্যামসনকে ছাড়ার পর রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে।
  • গত মেগা নিলামে ১৮ কোটি রুপি পাওয়া জাদেজার নতুন পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ১৪ কোটি রুপি।
  • কারানকে দলে নিতে খরচ হয়েছে ২.৪ কোটি রুপি।

২০২৩ সালে ধোনি সরে দাঁড়ানোর পর থেকে চেন্নাইয়ের নেতৃত্বে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ওই মৌসুমে দল প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। ২০২৫ মৌসুমে মাঝপথে চোটে পড়ায় তার অনুপস্থিতিতে আরও সংগ্রাম করতে হয় চেন্নাইকে, লিগ শেষ করে ১০ম স্থানে। তবুও ধোনির দলটি তার ওপরই আস্থা রেখেছে। রুতুরাজ এখন পর্যন্ত ৭১ ম্যাচে ৪০.৩৫ গড়ে ২৫০২ রান করেছেন, স্ট্রাইকরেট ১৩৭.৪৭। নতুন মৌসুমের আগে ১১ জন ক্রিকেটারকে ছাড়িয়ে দিয়েছে চেন্নাই, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। ফলে মিনি নিলামে তারা নামবে ৪৩ কোটি রুপির বেশি বাজেট নিয়ে। যাদের ছেড়ে দেওয়া হয়েছে- রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মাথিশা পাথিরানা, দীপক হুদা, বিজয় শঙ্কর সহ আরও কয়েকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *