নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্যের কোনো ধরনের ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কখনোই গ্যারান্টিযুক্ত নয়— এমন স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রোববার প্রকাশিত এক ঘোষণায় হাইকমিশন জানায়, সাম্প্রতিক সময়ে ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে কিছু প্রতারক চক্র ভিসা “নিশ্চিত করে দেওয়ার” নামে মানুষকে বিভ্রান্ত করছে। হাইকমিশন বলছে, “কেউ যদি যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করার দাবি করে- তবে সেটি শতভাগ প্রতারণা।”
হাইকমিশনের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে ভিসা আবেদন, যাচাই ও মূল্যায়নের পুরো প্রক্রিয়াই সম্পন্ন হয় সরকারি নিয়মমাফিক, যেখানে বাইরের কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করতে পারে না। তাদের ভাষায়, “ভিসা প্রদানের বিষয়ে কোনো বিশেষ সুবিধা বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা কারও নেই।” ভিসা-সংক্রান্ত সঠিক নির্দেশিকা ও তথ্যের জন্য আবেদনকারীকে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।