জেডটিভি বাংলা ডেস্ক :
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা করার ঘটনায় বিচারকদের দুই দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সরকার। এই প্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) পূর্বঘোষিত রোববারের কলম বিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। রোববার (১৬ নভেম্বর) অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে দুই দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সব বিচারক নিরাপত্তার স্বার্থে পূর্বঘোষিত কালো ব্যাজ ধারণ করবে এবং নিহত তাওসিফ রহমান সুমনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
দুই দফা দাবির মধ্যে রয়েছে: সকল আদালত ও বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করা। রাজশাহীর ঘটনায় নিরাপত্তা অবহেলায় এবং আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। আগামীতে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলম বিরতি পুনরায় শুরু হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।