নিজস্ব প্রতিবেদক :
ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি মাঠ পর্যায়ে কাজ করছে।
উল্লেখযোগ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিজিবিও তৎপরভাবে দায়িত্ব পালন করছে, যাতে সাধারণ নাগরিক ও যানবাহনের নিরাপত্তা বজায় থাকে।