নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব হলো নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। আর সেই পথের মূল ভিত্তি জ্ঞান, যার জন্য পড়াশোনাকে অবশ্যই সবার আগে রাখতে হবে। রোববার (১৬ নভেম্বর) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মিলনমেলায় তিনি এ কথা বলেন।
ডিসি মাসুদ বলেন, “তোমাদের বাবা-মা চান তোমরা মানুষের মতো মানুষ হও। পরীক্ষা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও জরুরি- নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। আমি যেন যে কোনো পরিস্থিতিতে নিজের জায়গায় দাঁড়াতে পারি, সেই সক্ষমতা অর্জনই সবচেয়ে বড় বিষয়।”
তিনি জানান, কয়েক মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই রমনা এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের আশঙ্কা তাকে সবচেয়ে বেশি ভাবায়। এ কারণে নিউমার্কেট থানার ওসি ও তিন কলেজের অধ্যক্ষদের উদ্যোগে আয়োজন করা হয় এই মিলনমেলার। শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার বাইরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যখন কোনো ঝামেলা হয়, বাবা-মাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন হন। কেউ আহত বা নিহত হলে পরিবারই ভেঙে পড়ে। তাই যেকোনো মারামারি থেকে দূরে থাকা জরুরি।” তিনি আরও বলেন, জীবনে এগিয়ে যেতে শিক্ষার্থীর আসল ‘ভরসা’ হলো পড়াশোনা, যা তাদের ভবিষ্যত গঠন করে।
নিউমার্কেট থানার মধ্যস্থতায় অনুষ্ঠিত মিলনমেলায় তিন কলেজের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। শিক্ষার্থীরা জানান, তারা আগের সব বিরোধ ভুলে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করবেন। এর আগে ৯ নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ এড়াতে মৌখিক শান্তিচুক্তি হলেও সেদিন সিটি কলেজ অংশ নেয়নি। তবে এবার তিন কলেজই উপস্থিত ছিল। মিলনমেলায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ ছাড়া উপস্থিত ছিলেন- আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ানুল, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজি নেয়ামুল হক, ডিএমপির রমনা বিভাগ ও নিউমার্কেট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।