স্পোর্টস ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টেস্টে দুর্দান্ত অবস্থানে ভারত। তবে ম্যাচের মাঝেই বড় ধাক্কা খেল দলটি – চোটের কারণে অধিনায়ক শুভমান গিল আর মাঠে নামতে পারছেন না। শনিবার দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নেমেই অস্বস্তি অনুভব করেন গিল। মাত্র তিন বল খেলার পরই ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। রোববার বিসিসিআই নিশ্চিত করেছে – এই টেস্টে গিলের খেলা শেষ। বিসিসিআইর বিবৃতি: গিল এখনো হাসপাতালে এক ঘোষণায় ভারতীয় বোর্ড জানায় – ‘চলমান টেস্টে গিলকে আর পাওয়া যাবে না। গতকাল খেলা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রাখা হবে।’
চোটের মুহূর্ত: মাত্র তিন বলেই থামলেন অধিনায়ক ব্যাটিং শুরু করেছিলেন আত্মবিশ্বাসীভাবে-সাইমন হারমারের বলে স্লগ সুইপে চারও মারেন। কিন্তু সেই শট খেলতেই ঘাড়ে ব্যথা বাড়তে থাকে। মাঠেই ফিজিওর হস্তক্ষেপের পর তাকে ড্রেসিং রুমে ফিরিয়ে নেওয়া হয়। তখন ঘাড় ঘোরাতেও সমস্যা হচ্ছিল তার।ম্যাচের আগে থেকেই ঘাড়-মেরুদণ্ডের ব্যথা ছিল বলে জানা গেছে। ওষুধ নিয়ে নামলেও ব্যথা বেড়ে যাওয়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয় ভারত দল। রোববার খেলা শুরুর আগে গিলকে ঘাড়ে সাপোর্ট বেল্ট পরে হালকা ট্রেনিং করতে দেখা যায়। একই ধরনের চোটে ২০২৪ সালের অক্টোবরেও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলতে পারেননি তিনি। বোলিং কোচ মর্নে মরকেল জানিয়েছেন, বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও বড় কোনো ওয়ার্কলোডজনিত সমস্যা মনে হচ্ছে না। তার ভাষায়- ‘গিল খুব ফিট একজন ক্রিকেটার। নিজের শরীরের যত্ন সে খুব ভালোভাবেই নেয়।’