জেডটিভি বাংলা ডেস্ক :
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় অস্ট্রেলিয়ান এমপিদের এমন সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। শনিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তারেক রহমান লেখেন, অস্ট্রেলিয়ান এমপিদের বক্তব্য বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তাদের সুস্পষ্ট অবস্থানকে তুলে ধরে। তিনি বলেন, তাদের এই পদক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশের মানুষের কল্যাণে আন্তরিক প্রতিশ্রুতির প্রতিফলন।
তিনি আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। এসব উদ্বেগ এমন নাগরিকদের, যারা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য একটি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চান। তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ান এমপিদের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার রক্ষার দাবি বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন নির্বাচন হয় সহিংসতামুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ।
তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিরা এসব ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অবদান দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে। পোস্টের শেষে তিনি বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জনগণের প্রতি অস্ট্রেলিয়ান এমপিদের সংহতি বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতি যৌথ অঙ্গীকারের স্মারক।