স্পোর্টস ডেস্ক :
ইসলামিক সলিডারিটি গেমসে ইতিহাস গড়ল বাংলাদেশ। সৌদি আরবে অনুষ্ঠিত টুর্নামেন্টে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত বিভাগে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ৩-১ সেটে জয় পায় বাংলাদেশ দল। খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ জুটিই এই ঐতিহাসিক সাফল্যের নায়ক।
প্রথম গেমে ১৩–১১ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় গেমে ৭-১১ পয়েন্টে হারলেও তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে লিড নেয় তারা। চতুর্থ গেমে দারুণ আধিপত্য দেখিয়ে ১১-৩ পয়েন্টে ম্যাচ জিতে নেয় জাভেদ–খৈ খৈ জুটি।
রাতেই বাংলাদেশ সময় অনুযায়ী ফাইনালে তুরস্কের মুখোমুখি হবে বাংলাদেশ। এই অর্জনের মাধ্যমে টেবিল টেনিসে ইসলামিক গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হলো। সেমিফাইনালে উঠেই নিশ্চিত হয়েছিল ব্রোঞ্জ; ফাইনালে পৌঁছে এখন রৌপ্য পদকও নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবারের আসরে বাংলাদেশের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল চারটি। টেবিল টেনিসের পাশাপাশি ভারোত্তোলনেও এসেছে সাফল্য – ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোটের ওপর তিনটি ইভেন্টে তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছেন।