জেডটিভি বাংলা ডেস্ক :
রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) নিহত হয়েছেন পরিকল্পিত গুলিকাণ্ডে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে পাঁচজনকে, যার মধ্যে দুইজন পেশাদার শ্যুটার ফারুক ও রবিন রয়েছেন। গ্রেপ্তার বাকি তিনজন হলেন ইউসুফ, রুবেল ও শামীম। ডিবি জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন রনি ফারুক, একসময় মুদি দোকানি এবং বর্তমানে শীর্ষ সন্ত্রাসী। রনি নিজে দুই লাখ টাকা দিয়ে এবং হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করে মামুনকে হত্যা করানো হয়। হত্যার পেছনে মূল কারণ ছিল আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার ও ইমন-মামুন জুটির দীর্ঘ দিনের দ্বন্দ্ব।

ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ১০ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে সিসি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মূল আসামিদের শনাক্ত করা হয়। হত্যার সময় ব্যবহৃত দুটি পিস্তল, নগদ অর্থ ও মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের পর রনির নির্দেশে অস্ত্র ও গুলি রুবেলের কাছে পৌঁছে দেয়। পরে রনির নির্দেশে তারা সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে, পথে ডিবি তাদের আটক করে।
ডিবি জানিয়েছে, রনি এখনও পলাতক। তার খুঁজে বের করার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারীর দায়িত্ব, অস্ত্র সরবরাহ এবং পারিশ্রমিক স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।