January 10, 2026, 8:09 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ভিসা জটিলতায় এশিয়া কাপের ফ্লাইট মিস করলেন ৩ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ও ‘এ’ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে। জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে, এনসিএলে চলছে চারদিনের ক্রিকেট, আর তারই ফাঁকে ইমার্জিং ক্রিকেটারদের জন্য শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ।

বুধবার সকালে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তবে শেষ মুহূর্তের ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার— ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তারা বৃহস্পতিবার সকালে দলে যোগ দেবেন। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। আসরে অংশ নিচ্ছে ৮টি দল। ২০২৪ সাল পর্যন্ত এটি ইমার্জিং এশিয়া কাপ নামে পরিচিত ছিল, এবার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’। টুর্নামেন্টটি লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত এবং এর মাধ্যমে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং, অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। যেখানে বাংলাদেশসহ পাঁচটি দেশের অংশ নিচ্ছে তাদের ‘এ’ দল, কিন্তু আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দলই অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে; ২১ নভেম্বর সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল।

আকবর আলীর নেতৃত্বে দলে রয়েছেন- জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *