আন্তর্জাতিক ডেস্ক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সম্প্রতি দেশে ফের ফ্যাসিবাদের নৃশংস ও হতবাক করা আক্রমণাত্মকতা লক্ষ্য করা যাচ্ছে। বুধবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
পীর রেজাউল করীমের বক্তব্যের মূল দিকগুলো :-
- তিনি বলেছেন, ককটেল হামলা, অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা ইত্যাদি দিয়ে যে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তা প্রতিহত করতে হবে।
- এ ধরনের শক্তির লক্ষ্য দেশের মঙ্গল নয়; তাদের প্রধান উদ্বেগ দলীয় স্বার্থ রক্ষা। যারা মানুষের উপরে নির্বিচার আচরণ করে, যারা সম্পদ লুটে নেয় – তাদের রাজনীতিতে ফিরে আসতে দেয়া যাবেনা।
- তিনি বলেছেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে; বাহিনীর ভেতরও কেউ অপশক্তির হাত থাকতে পারে – এ বিষয়ে বিজনেসহ সতর্কতা জরুরি।
- রাজনৈতিক ভেদাভেদ থাকলেও (জুলাই সনদ, গণভোট ইত্যাদি) ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলো।
চরমোনাই পীরের পরামর্শ, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সতর্কতা বর্ধিত করে অপশক্তির যে কোনো প্রকট রূপকে শক্তভাবে প্রতিহত করতে হবে।