বিনোদন ডেস্ক :
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমানে পুরোপুরি ক্যারিয়ারে মনোযোগী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে বিয়ে বা জীবনসঙ্গীর বিষয়ে ভাবছেন না মিমি। তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন চলছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে—তার সহকারী বুল্টি। মিমি বুল্টিকে তার জীবনের অপরিহার্য অংশ হিসেবে দাবি করেছেন। বুল্টি শুধু মিমির দৈনন্দিন কাজের দেখভাল করেন না, তিনি মিমির প্রিয় পোষ্যদের যত্ন নেন, মিমির পছন্দের রান্না তৈরি করেন এবং তার কঠোর ডায়েটের দায়িত্বও দেখেন।
গত মঙ্গলবার ছিল বুল্টির জন্মদিন। এই বিশেষ দিনে মিমি সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন। বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, “ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু—আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।” মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন উদযাপন করেছেন মিমি। সেই মুহূর্তের কিছু ঝলকও মিমি ও বুল্টি উভয়েই তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।