January 11, 2026, 7:12 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

এ আর রহমানকে ঘিরে নিন্দার ঝড়

বিনোদন ডেস্ক :

বলিউডের কিংবদন্তি সুরকার এ আর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি শুরু হয়েছে, যেসব কারণে নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার জানি বাশার-এর সঙ্গে নতুন চলচ্চিত্রের গানে কাজ করার খবর প্রকাশিত হওয়ার পর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জানি বাশার ও এ আর রহমানের এক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ প্রসঙ্গে জানা যায়, জাহ্নবী কাপুর ও রাম চরণ অভিনীত নতুন ছবি ‘পেদ্দি’-এর গান ‘চিকিরি চিকিরি’-র সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রহমান। আর গানটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন জানি বাশার। কোরিওগ্রাফার নিজেই এ ছবির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং লেখেন, “তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুরে আমি কোরিওগ্রাফি করব। এটা আমার জীবনের এক পরম প্রাপ্তি।”

কিন্তু ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে সমালোচনা ও প্রশ্ন দেখা দেয়। অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, যিনি অতীতে ‘মি টু’-এর অভিযুক্তদের সঙ্গে কাজ থেকে বিরত ছিলেন, তিনি কীভাবে নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে কাজ করলেন?

জানি বাশার-এর বিতর্কিত অতীত এই সমালোচনার মূল কারণ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গোয়ায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং পকসো আইনের আওতাতেও মামলা চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *