জেডটিভি বাংলা ডেস্ক :
গত ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী নতুন রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৩৬,৬৪০, জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত মাসিক প্রতিবেদনে ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এই নতুন নিবন্ধনের তথ্য সংগৃহীত হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গা ছিল ১ লাখ ৩৩,৬৫১, অর্থাৎ এক মাসে নতুনভাবে ২,৯৮৯ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ১১ লাখ ৬৮,৩৯৮ জন রোহিঙ্গা বাংলাদেশে নিবন্ধিত হয়েছেন। এরা মূলত ১৯৯০ এবং ২০১৭ সালের বাস্তুচ্যুত শরণার্থী।