January 11, 2026, 7:39 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সুনীল ছেত্রী ছাড়াই বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক :
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে ভারতীয় দল এবার আসছে ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে ছাড়াই। বুধবার (৫ নভেম্বর) ঘোষিত ২৩ সদস্যের দলে এই কিংবদন্তি ফরোয়ার্ডকে রাখেননি ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

গ্রুপ ‘সি’-এর এই ম্যাচটি মূলত নিয়মরক্ষার লড়াই, কারণ দুই দলই আগেই বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। তাই তরুণদের সুযোগ দিতে নতুন করে দল সাজিয়েছেন কোচ খালিদ। ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকেই ভারতের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। দলে ফরোয়ার্ড হিসেবে ডাক পেয়েছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ।

গোলরক্ষক হিসেবে রয়েছেন গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিল। রক্ষণভাগে আছেন সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর ও রাহুল বেকে।মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম।

এর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। বর্তমানে দুই দলই ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে রয়েছে হংকং ও সিঙ্গাপুর, দুদলেরই ৮ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে হংকং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *