স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়নস লিগে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হারের হাত থেকে বাঁচল বার্সেলোনা। ক্লাব ব্রুজের মাঠে রোমাঞ্চভরা লড়াইটি শেষ হয় ৩-৩ সমতায়। তিনবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের শুরুতেই স্বাগতিক ব্রুজ আঘাত হানে। ষষ্ঠ মিনিটে কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডির গোলেই এগিয়ে যায় বেলজিয়ান ক্লাবটি। তবে মাত্র এক মিনিট পরই ফেরমিন লোপেসের ক্রসে ফেররান তোরেসের দারুণ গোলে সমতা ফেরায় বার্সা। কিন্তু ১৭তম মিনিটে আবারও দারুণ প্রতি-আক্রমণে গোল করেন ফোর্বস—ব্রুজকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন। প্রথমার্ধের বাকি সময়টায় বল দখলে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি বার্সেলোনা।
বিরতির পর মাঠে ফেরেই বার্সেলোনাকে সমতায় ফেরান তরুণ তারকা লামিনে ইয়ামাল। কিন্তু দুই মিনিট না যেতেই ব্রুজকে আবারও এগিয়ে নেন একই খেলোয়াড় ফোর্বস। শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে ইয়ামালের ক্রসে খ্রিস্তোস জোলিসের মাথা ছুঁয়ে বল জালে প্রবেশ করলে আত্মঘাতী গোলে সমতা ফেরায় বার্সেলোনা। ম্যাচে ৭৮ শতাংশ সময় বল দখলে রাখে বার্সা, নেয় ২৩টি শট, যার মধ্যে মাত্র ৬টি লক্ষ্যভেদী। অন্যদিকে, ব্রুজের ১০ শটের মধ্যে ৬টি ছিল টার্গেটে।
বার্সার দুটি শট লাগে ক্রসবারে, আর ব্রুজের একটি পেনাল্টি ও একটি গোল ভিএআর পর্যালোচনায় বাতিল হয়।
যোগ করা সময়ে ব্রুজের রোমিও ভেরমন্টের গোলটিও ভিএআর দেখে বাতিল হয়, ফলে শেষ পর্যন্ত ভাগ্য সহায় না হওয়ায় জয় হাতছাড়া করে বেলজিয়ানদের। চার ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন ১১ নম্বরে, আর ৪ পয়েন্ট পাওয়া ব্রুজ আছে ২৪ নম্বরে। গ্রুপের শীর্ষ তিন স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান, যারা এখনো টানা জয়ে অপরাজিত।