নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা গতকাল বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া। সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কৌশলগত দিকনির্দেশনা, প্রশিক্ষণ অর্থায়ন, সনদায়নের মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ— এসব বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত আলোচনা হয়।
সভায় এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ও কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী কর্তৃপক্ষের চলমান কর্মসূচি, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। অংশগ্রহণকারী সদস্যরা দক্ষতা প্রশিক্ষণে দ্বৈততা নিরসন, শিল্প দক্ষতা পরিষদের (ISC) প্রতিনিধি নির্বাচন, এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা বিষয়ে গঠনমূলক মতামত দেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর ও সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।