নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি যৌথ প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন এবং ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি।
বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করে এবং নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি সম্ভাব্য সহায়তা প্রদানের ইচ্ছা জানায়। আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের সংস্কারপ্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরেন এবং এ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।