নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দলটি সারাদেশে ৩০০টি আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কিছু আসনে প্রার্থী দেওয়া হবে না। তিনি আরও জানান, ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৫ নভেম্বর বুধবার দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত ‘জুলাই যোদ্ধা’ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “অতীতে দেখা গেছে, যারা অর্থশক্তিশালী এবং এলাকায় প্রভাবশালী, তারাই নির্বাচনে অংশ নিত। এবার আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকার সাধারণ মানুষের বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে আমরা সংসদে দেখতে চাই—যারা খেটে খাওয়া মানুষ, শিক্ষক বা সামাজিক নেতা।” নির্বাচনী জোটের প্রসঙ্গে তিনি বলেন, “জোট রাজনৈতিক বা আদর্শিক ভিত্তিতে হতে পারে। যদি জুলাই সনদের সংস্কার দাবির সঙ্গে কোনো দলের ঐক্য বা সংহতি তৈরি হয়, তবে আমরা তা বিবেচনা করতে পারি। তবে আপাতত আমরা এককভাবে নির্বাচন পরিচালনা করছি।”
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে গাজী সালাউদ্দিন এক চোখের দৃষ্টি হারান এবং শরীরে গুরুতর আঘাত পান। ১৫ মাস বেঁচে থাকার পর গত ১৬ অক্টোবর তিনি মারা যান। বুধবার নাহিদ ইসলাম তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে কবর জিয়ারত করেন। এ সময় এনসিপির যুগ্ম-সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী উপস্থিত ছিলেন।