জেডটিভি বাংলা ডেস্ক :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সেনাসদস্যদের বিশ্রাম এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের সুযোগ দিতে প্রাথমিকভাবে ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। আগামীকাল বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
একইসঙ্গে জানানো হয়েছে, বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে এসব সদস্যকে পুনরায় দায়িত্বে পাঠানো হবে। পরবর্তীতে বাকিদেরও ধাপে ধাপে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কোর কমিটির এক সূত্র জানায়, সেনাবাহিনীর আংশিক প্রত্যাহারের আরেকটি উদ্দেশ্য হলো মাঠপর্যায়ের প্রতিক্রিয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক প্রভাব পর্যবেক্ষণ করা। দীর্ঘদিন ধরে মাঠে অবস্থান করায় সদস্যদের মধ্যে কিছু জটিলতা তৈরি হচ্ছিল বলেও উল্লেখ করা হয়। তবে সূত্রটি আরও জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমান) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল।