January 11, 2026, 7:04 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সিলেটের অভিজ্ঞতা শেয়ার করলেন গায়ক তাসরিফ খান

জেডটিভি বাংলা ডেস্ক :
দুই বছর আগে সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো তরুণ গায়ক তাসরিফ খান সম্প্রতি আবার সিলেট সফরে যান। কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল হতাশাজনক।

ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, “প্রজাদের জান গেলে কী আসে যায়?”। তাসরিফের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়ক দুর্ঘটনার এক বড় কেন্দ্র, যেখানে গত দুই দিনে তিনটি মারাত্মক সড়ক দুর্ঘটনা দেখেছেন তিনি। তবে কোনো রাজনীতিক বা উচ্চপদস্থ কর্মকর্তার নাম উল্লেখ নেই, যা দেখায়, বিপদ ও অবহেলা মূলত সাধারণ মানুষকে প্রভাবিত করছে।

তিনি আরও বলেন, “দশকের পর দশক ধরে সড়কে শত শত দুর্ঘটনা হলেও কখনো কোনো মন্ত্রী দায়বদ্ধ হয়েছেন না। গরিব ড্রাইভারকে দোষ চাপানো হয়, আর লাশের ক্ষতিপূরণ টাকার বিনিময়ে হয়।” তাসরিফ সমাজের অংশগ্রহণকেও প্রশ্নবিদ্ধ করেছেন। তার মতে, “আমরা ৫০০–১০০০ টাকার বিনিময়ে ভোট দিয়ে আমাদের ভাগ্যের চাবি বিক্রি করি কিছু নির্লজ্জ ক্ষমতালোভীর হাতে।”

তাসরিফের ব্যান্ড ‘কুঁড়েঘর’ ২০১৬ সাল থেকে আলোচিত। তাদের গান ‘মধ্যবিত্ত’ রাতারাতি ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পায়। এছাড়া ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’ সহ অন্যান্য গান দিয়ে ব্যান্ডটি শ্রোতাদের মধ্যে পরিচিতি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *