নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজব এখন অনেকটাই কমে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “পার্শ্ববর্তী দেশ মাঝে মাঝে নানা গুজব ছড়ানোর চেষ্টা করে। তবে আপনারা (সাংবাদিকরা) সত্য তুলে ধরায় সেই গুজব অনেকটাই হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও যদি তারা মিথ্যা তথ্য ছড়ায়, আপনাদের সঠিক সংবাদই হবে সেই গুজবের জবাব।”
তিনি আরও বলেন, “দুষ্কৃতকারীরা নানা অপপ্রচার চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলো যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ছড়ানো হতে পারে—সেখানেও সাংবাদিকদের সজাগ থাকতে হবে।” অপরাধ নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টা বলেন, “যারা জামিনে মুক্তি পেয়েও অন্যায় করবে, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে।
“জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব অপপ্রচার ও বিভ্রান্তি ব্যর্থ হবে,”—যোগ করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিন, মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিরা।