নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও পেছানো হলো। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত বুধবার (৫ নভেম্বর) নতুন দিন হিসেবে ৮ ডিসেম্বর ধার্য করেছেন। সূত্র জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) প্রতিবেদন দাখিলের দিন থাকলেও সিআইডি তা জমা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় তদন্ত সংস্থা আদালতের কাছে ৯০তমবারের মতো সময় বৃদ্ধি চেয়েছে।
মামলার পটভূমি
- ঘটনা: ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে দুর্বৃত্তরা সুইফট কোড ব্যবহার করে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে।
- পরবর্তী গন্তব্য: টাকা ফিলিপাইনে পাঠানো হয়।
- তদন্ত: ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা অর্থ পাচার করেছে।
আইনি পদক্ষেপ
- ২০১৬ সালের ১৫ মার্চ, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এবং তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ধারায় মামলা করেন।
- মামলাটি বর্তমানে সিআইডি-র তদন্তাধীন।
তদন্ত প্রতিবেদন দাখিলের এই দীর্ঘ দেরি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত আর্থিক কেলেঙ্কারির মামলার ওপর নজর রাখার বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।