November 5, 2025, 12:50 pm
Headline :

বিশ্বকাপ জিতে ট্রফি হাতে নিয়েই বিয়ে করতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক :
ফুটবল ও ভালোবাসাকে একসঙ্গে উদ্‌যাপন করতে যাচ্ছেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সামনে ২০২৬ বিশ্বকাপ—আর এই টুর্নামেন্ট ঘিরেই রোনালদোর জীবনের দুটি বড় স্বপ্ন: বিশ্বকাপ জেতা এবং দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান, বিয়ের সিদ্ধান্তটি আসলে এক পারিবারিক মুহূর্ত থেকেই এসেছে। তিনি বলেন, “একদিন আমাদের সন্তানরা জিজ্ঞেস করেছিল, ‘বাবা, তুমি কবে মা’কে আংটি দেবে?’ সেই প্রশ্নটাই সবকিছু বদলে দেয়।”

এর কিছুদিন পরেই, ২০২৫ সালের আগস্টে জর্জিনা ইনস্টাগ্রামে শেয়ার করেন একটি ছবি—হাতে ৩৫ ক্যারেটের হীরার আংটি, যার মূল্য প্রায় ৫০ লাখ ডলার। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি—এই জীবনেও, পরের জীবনেও।” রোনালদো চান, বিয়েটি যেন হয় সত্যিকারের ‘চ্যাম্পিয়নের মুহূর্ত’। তার পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের পর—যদি তিনি ট্রফি জিততে পারেন, তবে সেই ট্রফি হাতে নিয়েই বিয়ের মঞ্চে উঠবেন।

এই আয়োজন শুধু একটি বিয়ে নয়—রোনালদোর কাছে এটি দুই দশকের ফুটবল যাত্রার এক আবেগঘন সমাপ্তিও হবে। একদিকে মাঠের সর্বোচ্চ অর্জন, অন্যদিকে জীবনের সবচেয়ে সুন্দর বন্ধনে আবদ্ধ হওয়া—দুটি স্বপ্নই এখন একসঙ্গে জড়িত তার জীবনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page