জেডটিভি বাংলা ডেস্ক :
ইতিহাস গড়লেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে মেয়র নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশের প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাসের ঝড় তোলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে কুইন্সের জ্যামাইকা এলাকায় বাংলাদেশিরা স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন। তাদের স্লোগান ছিল,
“আমার মেয়র, তোমার মেয়র—মামদানি, মামদানি” এবং “শ্রমিক শ্রেণির মেয়র—মামদানি, মামদানি”।
সিএনএন জানিয়েছে, স্লোগান দিতে গিয়ে প্রবাসীরা হাতে ব্যানার ধরেছিলেন, “জ্যামাইকার বাংলাদেশি আমেরিকানরা মামদানির জন্য”। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও উগান্ডার শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র জোহরান প্রচারণার সময় বাংলায় বক্তব্য দিয়ে প্রবাসীদের সমর্থন জয় করেছিলেন।
ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মামদানি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। তিনি পরাজিত করেন সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে, যাকে সমর্থন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জয়লাভের মাধ্যমে জোহরান মামদানি হচ্ছেন: নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র,শহরের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র,প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে তরুণ মেয়র ।