স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়,
“বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক এক সদস্য গণমাধ্যমে অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক।”
বোর্ডের মতে, নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য ও দলীয় ঐক্যের উদাহরণ দিচ্ছে, তখন এমন মন্তব্য দলের মনোবল দুর্বল করার প্রচেষ্টা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“অভিযোগকারী বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো কার্যক্রম বা পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। তবুও তিনি এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
বিসিবি স্পষ্ট জানায়,
“নারী জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের প্রতি বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। তদন্তে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি।”
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে ‘অনৈতিক সুবিধা নেওয়া’ এবং ‘জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার’-এর অভিযোগ তোলেন।
জাতীয় দলের বাইরে থাকা জাহানারার এই বক্তব্য প্রকাশের পরই বিষয়টি ক্রিকেট মহলে আলোচনার জন্ম দেয়।
জাহানারা আলম দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। ২০১৮ সাল পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও দেশের ক্রিকেট অঙ্গনের নানা ইস্যুতে মাঝে মাঝে মতামত জানিয়ে থাকেন।