তারেকের আমরণ অনশনে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খাঁন নির্বাচন কমিশনকে কঠোর প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:
নতুন রাজনৈতিক দল আমজনতাকে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন না দেয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমানের আমরণ অনশনে সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে গিয়ে তারেকের আন্দোলনকে যৌক্তিক ও ন্যায্য অভিহিত করে বলেছেন, “আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।”
‘ইসির সততায় প্রশ্ন’
রাশেদ খাঁন বলেন, যেসব দলকে ইসি নিবন্ধন দিয়েছে — বিশেষ করে ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীনের গড়া বাংলাদেশ আম জনগণ পার্টি— সে ব্যাপারে ইসির সততা নিয়ে প্রশ্ন ওঠার বিষয় আছে। তিনি বলেন, “নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা উচিত।”
অনশনে সংহতি ও রাজনৈতিক দাবি
তারেক রহমানের আমরণ অনশনে কল্যাণমূলক সংগঠন, সাম্যবাদী দল ও বিভিন্ন নাগরিক সংগঠন অংশগ্রহণ করেছে। রাশেদ বলেন, “তারেক দীর্ঘ দিন ধরে রাজপথে লড়াই করেছেন — এই আন্দোলন যৌক্তিক। তিনি প্রায় ২০ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। আমি সিইসির কাছে এ বিষয়ে জানতে চাইব।”
‘নিবন্ধন দেওয়া-না-দেওয়ার কারণ জানতে চাইব’ — সিইসির প্রতিক্রিয়া
রাশেদ পরে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে জানিয়েছিলেন যে তিনি ইসিকে বিষয়টি তুলবেন। সাক্ষাৎ শেষে রাশেদ জানাক, সিইসি বলেছেন — কমিশনের পরবর্তী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।
প্রশ্ন থাকে যে কিভাবে বাছাই হলো
রাশেদ খাঁন ও অনেকে প্রশ্ন তুলেছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ন্যায়সঙ্গতভাবে নিবন্ধন পেয়েছে; কিন্তু একই প্রক্রিয়ায় আমজনতা বাদ পড়ার কারণ কী— তা স্পষ্ট নয়। তিনি বলেন, “নিবন্ধন পেতে এক নম্বর মাপকাঠি হবে রাজপথে সক্রিয়তা; তাতে যদি কেউ পিছিয়ে থাকে অথচ কৌশলে নিয়োগ-কমিটি দেখিয়ে নিবন্ধন পায়, সেটি গ্রহণযোগ্য নয়।”
গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ ইতিহাস ও সম্প্রতি ঘটনাপট
রেজা কিব্রিয়া ও নুরুল হক নুর ২০২১ সালে গণঅধিকার পরিষদ গঠনের পর ওই সংগঠন দ্বিখন্ডিত হয়; পরে ২০২৩ সালে নুর-রাশেদের অংশের নিবন্ধন হয়। কিছুদিন পরে মিয়া মশিউজ্জামানের অর্ন্তগঠনের দলকে ‘আমজনতার দল’ হিসেবে নাম পরিবর্তন করা হয়। এসব জটিলতা নিয়েও বর্তমানে রাজনৈতিক এবং সংগঠনগত প্রশ্ন উঠছে— যা ইসির কাছে নজরদারির দাবি জাগিয়েছে।