বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সহকর্মী জায়েদ খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার ভাষায়, দিন দিন আরও সুদর্শন হয়ে উঠছেন জায়েদ খান, আর এখন তিনি দেশের সব মেয়ের প্রিয় অভিনেতা। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনের গালা নাইটে পারফর্ম করেন নুসরাত ফারিয়া। সেই সফরের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়েই সহকর্মী জায়েদ খানকে নিয়ে এই মন্তব্য করেন তিনি।
ফারিয়া বলেন, “জায়েদ ভাই খুবই মিষ্টি মনের মানুষ। দিন দিন আরও হ্যান্ডসাম হচ্ছেন। অনেক ওয়ার্কআউট করছেন, নিজেকে দারুণভাবে গড়ে তুলেছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।” তিনি আরও যোগ করেন, “এর আগে থেকেই উনি সবার প্রিয় ছিলেন, এখন আরও ফিট হয়েছেন। তার সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন প্রাণবন্ত মানুষ, যার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।” ফোবানা সম্মেলনের শুটিং প্রসঙ্গে ফারিয়া বলেন, “একটা প্রোগ্রামে জায়েদ ভাই বললেন, চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি! এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। শুটিংয়ের সময় অনেক মজা করেছি, যদিও ফান পার্টগুলো এডিট করে দিয়েছে।”
উল্লেখ্য, নুসরাত ফারিয়া সম্প্রতি অভিনয়ে কিছুটা বিরতি নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন এবং নিয়মিতই ভক্তদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।