November 5, 2025, 12:47 pm
Headline :

অক্ষয় কুমারের আবেগঘন পোস্ট: ‘আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না’

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ—একসময় পর্দায় তাদের কেমিস্ট্রি ছিল দর্শকদের প্রিয় বিষয়। একসঙ্গে কাজ করেছেন একাধিক হিট ছবিতে, আর ভক্তদের মনে জমে উঠেছিল তাদের অফস্ক্রিন সম্পর্ক নিয়েও নানা জল্পনা। যদিও বাস্তবে দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু।

২০০৭ সালের ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ সিনেমার গান ‘এক উঁচা লম্বা কদ’ সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল। এখন, প্রায় ১৮ বছর পর, অক্ষয়ের নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ গানটি আবার ফিরে আসছে নতুন রূপে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে গানটির একটি ছোট প্রোমো শেয়ার করেছেন অক্ষয় কুমার। সেখানে তাকে দেখা গেছে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে ঝলমলে এক লুকে। ভিডিওর শেষে অক্ষয় nostalgically বলেন, “আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।”

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আমাদের হৃদয় থেকে আপনাদের জন্য—একটি সুন্দর থ্রোব্যাক! ১৮ বছর পরও এই গান আমাদের প্রিয়। দিশা আর আমি হাজির হচ্ছি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ। আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না। অক্ষয়ের এই পোস্টে মুহূর্তেই ভক্তদের মন্তব্যের বন্যা বইছে। অনেকে লিখেছেন, ‘ক্যাটরিনা ছাড়া ওয়েলকাম অসম্পূর্ণ।’ আবার কেউ কেউ বলেছেন, ‘আসল ম্যাজিক ছিল অক্ষয়-ক্যাটরিনার জুটিতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page