নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আজ জাতীয় লিগের ম্যাচে কাঙ্ক্ষিত সেঞ্চুরি সম্পন্ন করেন। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় মুশফিক ৯৩ রানে অপরাজিত ছিলেন। আজ সকালে খেলতে নেমেই তিনি সেঞ্চুরির দেখা পান। মুশফিকের উদযাপন ছিল তীব্র ও নজরকাড়া। বোলার এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকানোর পর মুষ্ঠিবদ্ধ হাত দেখিয়ে হুঙ্কার ছুড়েন এবং কিছুক্ষণ আগুনে দৃষ্টিতে বোলারদের দিকে তাকিয়ে থাকেন। জাতীয় লিগে এমন খ্যাপাটে উদযাপন তার প্রথম নয়, তবে এবার তা বিশেষ নজর কাড়ে।
ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মুশফিক এই ম্যাচে দারুণ প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি কার্যক্রম শেষে তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শের পথে আছেন। ম্যাচের পরিস্থিতি কঠিন ছিল। দিনশেষে সিলেট ৭ উইকেটে ২৬০ রান তুলেছিল। খেলতে নেমে একের পর এক ব্যাটার আউট হলেও মুশফিক অপরাজিত ছিলেন ৯৬ রানে। পেসার এনামুল হকের ওভারের দ্বিতীয় বলেই স্কুপ শটে বাউন্ডারি হাঁকান মুশফিক, এরপরই আগ্রাসী উদযাপন। আগের দিন মুশফিককে বাউন্সারে আঘাত করেছিল এনামুল, যা হয়তো এই উদযাপনের পেছনে প্রেরণা।
শেষ পর্যন্ত মুশফিক ৮ চার ও ২ ছক্কায় ১১৫ রানে আউট হন ২০৫ বল খেলে। তার বিদায়ের সঙ্গে শেষ হয় সিলেটের ইনিংস, যা ২৯০ রানে শেষ হয় এবং ঢাকা বিভাগ পায় ২০ রানের লিড।