নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে নতুন দুটি তোরণ ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তোরণ দুটি ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে।
আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’, আর প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক এজাজ বলেন, “এসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে। শহরের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি অতীতের সংগ্রামের স্মৃতিও ধরে রাখবে। শহরকে পরিষ্কার ও সুন্দর রাখাও আমাদের দায়িত্ব।”
প্রগতি সরণিতে ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনকালে তিনি উল্লেখ করেন, “এ অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অসীম সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তাদের সাহস ও ত্যাগকে সম্মান জানাতেই এই স্থাপনাটি তৈরি করা হয়েছে।”
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩ ও ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।