বিনোদন ডেস্ক :
বলিউডের শক্তিমান অভিনেতা পরেশ রাওয়াল দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় যেমন কঠিন মেজাজের চরিত্রে দক্ষ, বাস্তব জীবনেও তার রাগের গল্প কম শোনা যায় না। সম্প্রতি এক পডকাস্টে নিজের অতীতের এমন এক ঘটনা প্রকাশ করেছেন তিনি, যা এখন নতুন করে আলোচনায়।
পরেশ জানান, একবার মঞ্চনাটক ‘প্রতিশোধ’–এর বিশেষ প্রদর্শনী চলাকালে তিনি হঠাৎ মঞ্চ থেকে নেমে দর্শকদের মধ্যে চলে যান। কারণ—সামনের সারিতে বসা এক ব্যক্তি বারবার অশালীন মন্তব্য করছিলেন। “আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি,” বলেন পরেশ, “ওই ব্যক্তি ক্রমাগত বাজে মন্তব্য করছিল। আমি গিয়ে তাকে কয়েকটি চড় মারি, তারপর আবার মঞ্চে ফিরে আসি।”
এই ঘটনার পর নাটকটি বন্ধ করে দেওয়া হয়, এমনকি থিয়েটার কর্তৃপক্ষও পরেশকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তবুও অভিনেতার মুখে অনুশোচনার ছাপ নেই। “আমি জানি, রাগ আমাকে কষ্ট দেয়। কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে আমি নিজেকে সামলাতে পারি না। তখন আমি আক্রমণাত্মক হয়ে যাই, যা হয়তো ভুল,” বলেন পরেশ।
অভিনেতা আরও জানান, রাগের এই স্বভাব তার বাবার কাছ থেকেই পেয়েছেন। “আমার বাবাও ছিলেন খুব বদমেজাজি মানুষ। কিন্তু আমি এখন নিজেকে এমনভাবে তৈরি করেছি যেন কেউ সহজে আমাকে আঘাত করতে না পারে—একটা বুলেটপ্রুফ জ্যাকেটের মতো।”