বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত পছন্দ ও রোমান্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার বিষয় হয়েছেন। নেটিজেনদের মধ্যে গুঞ্জন আছে, মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম।
বর্তমানে তার নাম জড়ানো হচ্ছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। এর আগে এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, “একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ আমার পছন্দ। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”
তিনি আরও জানান, পছন্দের পুরুষকে সাহসী, প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে পারা এবং ভালো চুমু খেতে পারা উচিত। এছাড়া তিনি শক্ত চোয়াল ও স্পষ্টবাদী চরিত্রের পুরুষকে বেশি আকর্ষণীয় মনে করেন। মালাইকা তার দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, “আমি খুবই রোম্যান্টিক। ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।”
উল্লেখ্য, গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে। বলিউডে বলা হচ্ছে, তারা গত কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।