নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য সুখবর এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পরিচালক আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই এখন বাস্তবায়িত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় নারী দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বেতন কাঠামো গত জুলাই থেকে কার্যকর হবে এবং আগামী বছরের জুন পর্যন্ত বলবৎ থাকবে।
নতুন কাঠামোয় নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, আর সর্বনিম্ন ৮০ হাজার টাকা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
| ক্যাটাগরি | পূর্বের বেতন | নতুন বেতন | বৃদ্ধি | 
|---|---|---|---|
| এ ক্যাটাগরি | ১,২০,০০০ টাকা | ১,৬০,০০০ টাকা | +৪০,০০০ | 
| বি ক্যাটাগরি | ১,০০,০০০ টাকা | ১,৩৫,০০০ টাকা | +৩৫,০০০ | 
| সি ক্যাটাগরি | ২৫,০০০ টাকা | ৯৫,০০০ টাকা | +৭০,০০০ | 
| ডি ক্যাটাগরি | ৬০,০০০ টাকা | ৮০,০০০ টাকা | +২০,০০০ | 
জাতীয় চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার জাতীয় দলে ডাক পেলে তিনি মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। এছাড়া অধিনায়ক অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়ক ২০ হাজার টাকা বাড়তি ভাতা পাবেন।
বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নারী ক্রিকেটারদের প্রাপ্য মর্যাদা দিতে এবং তাদের আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সাফল্য এনে দিচ্ছে। তাদের আর্থিক দিকটা শক্তিশালী হলে পারফরম্যান্স আরও উন্নত হবে।”