স্পোর্টস ডেস্ক :
ব্রাজিল জাতীয় দল চূড়ান্ত বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, কিন্তু নেইমার জুনিয়রের নাম নেই। আনচেলত্তি জানান, নেইমারকে জাতীয় দলে ফেরার আগে পুরোপুরি ফিট থাকতে হবে।
তিনি বলেন, “আমি কোনো খেলোয়াড়কে দলে নেব না যদি সে পুরোপুরি ফিট না থাকে। নেইমারকে পরীক্ষা করার দরকার নেই—সবারই জানা সে কতটা প্রতিভাবান। তবে জাতীয় দলে সাহায্য করতে হলে তাকে শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে।”
নেইমারের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন কাতার বিশ্বকাপের পর প্রথমবার ডাক পাওয়া ফ্যাবিনিও, বায়াহিয়ার ডিফেন্ডার লুসিয়ানো জুবা এবং পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিতোর রোকে। আনচেলত্তি নতুন খেলোয়াড়দের নিয়ে আশাবাদী: “আমি এই ম্যাচগুলোতে নতুন খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে চাই। আমাদের দলে সাতজন ব্রাসিলীয় খেলোয়াড় আছে, যা লিগের মান প্রমাণ করে। আমরা জাতীয় দলের জন্য স্থিতিশীল ভিত্তি গড়ে তুলতে চাই।”
ব্রাজিলের নভেম্বরের প্রীতি ম্যাচ দুটি আফ্রিকার দলকে মোকাবেলা করে হবে। ১৫ নভেম্বর এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের সঙ্গে লড়বে দল, এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।