January 12, 2026, 2:41 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নাসীরুদ্দীন-তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

নাসীরুদ্দীন-তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

জেডটিভি বাংলা ডেস্ক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে দলটি ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন কমিটি গঠনের অনুমোদন দেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. তাসনিম জারা।

এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন —আর্ফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই কমিটি এনসিপির সার্বিক নির্বাচনী প্রস্তুতি পরিচালনা করবে। এর আওতায় প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচারণা, প্রশিক্ষণ এবং মনিটরিং সংক্রান্ত দায়িত্ব পালন করবে কমিটি।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি আসন্ন নির্বাচনে সংগঠনভিত্তিক প্রস্তুতি জোরদার করতে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়েও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *