স্পোর্টস ডেস্ক :
নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েদের সমর্থনে কোনো প্রোটিয়া কিংবদন্তির উপস্থিতি ছিল না। ভারতীয় মেয়েরা ৫২ রানে জয়ী হওয়া ম্যাচে, সাবেক তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী ও লেখক থানজা ভুর ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি এক ভিডিও বার্তায় বলেন, “দক্ষিণ আফ্রিকা থেকে কেউ ফাইনালে উপস্থিত ছিল না। সাবেক ক্রিকেটাররা সবাই কোথায় ছিলেন? এটি কি তাদের কাছে যথেষ্ট হাই-প্রোফাইল ইভেন্ট মনে হয়নি?” থঞ্জা আরও মন্তব্য করেন, “ক্রীড়া মন্ত্রী পর্যন্ত সেখানে ছিলেন না। এই মেয়েরা কত কঠোর পরিশ্রম করেছে, ভালো খেলছিল, কিন্তু গ্যালারিতে সমর্থন দেখার মতো কেউ ছিল না।”
ভারতের জয় স্বীকার করে তিনি বলেন, “ভারত, তোমরা বিশ্বকাপ জিতেছ, অভিনন্দন প্রাপ্য। খেলায় বাঁচো, নিশ্বাস নাও…তুমি যা অর্জন করেছ, তার প্রাপ্য।”
ফাইনালে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টের নেতৃত্বে দল ২৪৬ রানে অলআউট হয়ে ৫২ রানে হেরে যায়। ব্যাট হাতে উলভার্ট ব্যক্তিগত সেঞ্চুরি করেও দলকে জয় এনে দিতে পারেননি। ভারতীয় দলের জয়ী খেলোয়াড়রা প্রোটিয়া খেলোয়াড়দের সান্ত্বনা দিয়েছেন, ফলে হতাশা কিছুটা লাঘব হয়েছে।