ঢামেক সংবাদদাতা :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে দিনাজপুর মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব সানজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. শামসুল ইসলাম খানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল/ক্লিনিকাল নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। আদেশ জারির তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, অন্যথায় পরবর্তী কর্মদিবসে তাকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
গতকাল অ্যানেস্থেসিয়া বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসকের প্রতি অশালীন ও অপমানজনক মন্তব্যের অভিযোগে ডা. শামসুল ইসলামের বিরুদ্ধে আন্দোলনে নামেন সহকর্মীরা।
ঘটনার প্রতিবাদে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা দেড় ঘণ্টার জন্য রুটিন অপারেশন বন্ধ রেখে প্রতীকী কর্মবিরতি পালন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১ নভেম্বর অ্যানেস্থেসিওলজি বিভাগের ফেজ-এ রেসিডেন্ট ডা. নুসরাত নওশিন নওরিন নিউরোসার্জারি বিভাগের ‘হোয়াইট ইউনিট’-এ যোগ দিতে গেলে ইউনিট প্রধান ডা. শামসুল ইসলাম তাকে এবং তার সহকর্মী চিকিৎসকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, তিনি অ্যানেস্থেসিওলজিস্টদের “কুকুরের জাত” বলে সম্বোধন করেন এবং নির্দিষ্ট চিকিৎসকদের নাম উল্লেখ করে গালিগালাজ করেন। এমনকি সহকর্মীদের পরিবার নিয়েও অশোভন মন্তব্য করেন।অভিযোগে উল্লেখ করা হয়, ডা. শামসুল ইসলাম অ্যানেস্থেসিওলজি পেশাকে “নিম্নমানের ও নির্ভরশীল বিষয়” হিসেবে তুচ্ছতাচ্ছিল্য করেন, যা সহকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং শেষে কর্মবিরতিতে রূপ নেয়।