November 4, 2025, 11:36 am
Headline :

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি

জেডটিভি বাংলা ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার জারি করেছে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’। নতুন এই বিধান অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজেদের দলের প্রতীকে ভোট করতে হবে।

সোমবার (২ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনী আইনের সংস্কার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এ ধারার বিরোধিতা জানিয়ে দাবি করে— জোটভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। তবে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) ২০ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

রাজনৈতিক দলগুলোর এই মতপার্থক্যের মধ্যেই সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না; তাকে নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।

এদিকে, আরপিও ছাড়াও নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এবং ইসি সচিবালয় আইন সংশোধন করেছে। একইসঙ্গে হালনাগাদ করা হয়েছে ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, ও সাংবাদিকদের আচরণবিধি।

ইসি সূত্রে জানা গেছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী ‘দল ও প্রার্থীর আচরণবিধি’ শিগগিরই জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page