November 4, 2025, 11:36 am
Headline :

জাতীয় দলের কোচ আশরাফুল: কী বলছেন সাবেক ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক :
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। খেলোয়াড়ী জীবনে প্রতিভা ও অভিজ্ঞতার জন্য একসময় পরিচিত এই ব্যাটসম্যানকে এবার কোচিং ভূমিকায় দেখছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। আশরাফুল এর আগে বিপিএলের রংপুর রাইডার্সের সহকারী কোচ, জাতীয় ক্রিকেট লিগে বরিশাল দলের প্রধান কোচ এবং নারীদের ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সম্পন্ন করেছেন লেভেল-থ্রি কোচিং কোর্স, যা বাংলাদেশি কোচদের মধ্যে তুলনামূলকভাবে বিরল অর্জন।

বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আশরাফুলের নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, “১৯৯৭ সালের পর আশরাফুলই প্রথম দেখিয়েছে যে বাংলাদেশেরও বিশ্বমানের খেলোয়াড় আছে। ওর খেলার অভিজ্ঞতা, কোচিং কোর্স এবং মানসিক দৃঢ়তা জাতীয় দলের ব্যাটসম্যানদের জন্য বড় সহায়তা হতে পারে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের ব্যাটসম্যানরা অনেক সময় ট্যাকটিক্যাল ভুল করে। আশরাফুল সেই জায়গায় সহায়ক ভূমিকা রাখতে পারবে। ওর মতো কেউ দলের সঙ্গে থাকলে তরুণরা অনুপ্রাণিত হবে।” বিসিবির আরেক পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, দলকে সহায়তা দিতে একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজন ছিল। “আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আশরাফুলকে ব্যাটিং কোচ করা হয়েছে। পরবর্তীতে বিশ্বকাপের আগে আমরা নতুন করে সিদ্ধান্ত নেব,” বলেন তিনি।

সাবেক স্পিনার ও বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক মনে করেন, আশরাফুলের পারফরম্যান্স দেখে মন্তব্য করাই হবে যুক্তিযুক্ত। “সে এখন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে এসেছে। আগে কাজটা শুরু করুক, তারপর মূল্যায়ন করা যাবে। আপাতত একটি সিরিজের জন্য চুক্তি, তাই এখনই বড় মন্তব্য করা কঠিন।” সম্প্রতি জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া রাজ্জাক বলেন, “আমি বা পাইলট ভাই—আমরা দুজনেই ক্রিকেট থেকে এসেছি। কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরামর্শ দেওয়া মানে কারও কাজে হস্তক্ষেপ নয়। আমাদের ইনপুট দরকার হলে দেব, এটা সহযোগিতার অংশ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page