মো. জনাব আলী :
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা পুলিশের বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ ব্যানারে সংগঠিত শিক্ষকরা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। এতে বাধা পেয়ে তারা সড়কে বসে পড়েন এবং রাস্তায় অবরোধ গড়ে তোলেন।
এ সময় শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন— “এক দফা এক দাবি, এমপিওভুক্ত করতে হবে”, “এমপিওভুক্ত না করলে ঘরে ফিরব না” ইত্যাদি।
আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না।
এদিকে, সমস্যা সমাধানে আলোচনার জন্য সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন বলে জানা গেছে।