November 4, 2025, 11:36 am
Headline :

ইতিহাস গড়ে ফিফপ্রো বর্ষসেরা একাদশে ইয়ামাল, নারী দলে রেকর্ড লুসি ব্রোঞ্জ

ইতিহাস গড়ে ফিফপ্রো বর্ষসেরা একাদশে ইয়ামাল, নারী দলে রেকর্ড লুসি ব্রোঞ্জ
ইতিহাস গড়ে ফিফপ্রো বর্ষসেরা একাদশে ইয়ামাল, নারী দলে রেকর্ড লুসি ব্রোঞ্জ

ক্রীড়া প্রতিবেদক :
ফুটবলারদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারস (ফিফপ্রো) প্রকাশ করেছে বছরের সেরা নারী ও পুরুষ ফুটবল একাদশ।
এবার ইতিহাস গড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল—মাত্র ১৮ বছর বয়সে ফিফপ্রো বর্ষসেরা দলে জায়গা করে নিয়ে তিনিই হয়েছেন ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার।

ইয়ামালের রেকর্ড, এমবাপ্পে ষষ্ঠবার

ফিফপ্রো’র ভোটাভুটিতে নির্বাচিত বর্ষসেরা দলে সর্বোচ্চ ভোট পেয়েছেন জিয়ানলুইজি দোন্নারুমা (১৩,৬০৯ ভোট)। তার পরেই আছেন ইয়ামাল, যিনি পেয়েছেন ১০,১৬৭ ভোট।
এর আগে ২০১৮ সালে ১৯ বছর বয়সে কিলিয়ান এমবাপে ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য; এবারও তিনি টানা ষষ্ঠবারের মতো জায়গা ধরে রেখেছেন বর্ষসেরা একাদশে।

পিএসজির আধিপত্য

গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) থেকে সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় রয়েছেন দলে— উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনহা এবং দোন্নারুমা (বর্তমানে ম্যানচেস্টার সিটিতে)। রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন এমবাপে ও জুড বেলিংহ্যাম। এছাড়া আছেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক, চেলসির কোল পালমার, এবং বার্সেলোনার পেদ্রি।

পুরুষদের বর্ষসেরা একাদশ (ফিফপ্রো ২০২4)

জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, ইতালি),
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস),
আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো),
নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল),
জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড),
কোল পালমার (চেলসি, ইংল্যান্ড),
পেদ্রি (বার্সেলোনা, স্পেন),
ভিতিনহা (পিএসজি, পর্তুগাল),
উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স),
কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স),
লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

নারী ফুটবলে রেকর্ড লুসি ব্রোঞ্জ

অন্যদিকে নারী ফুটবলের বর্ষসেরা একাদশেও নতুন ইতিহাস লিখেছেন ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ।
তিনি রেকর্ড অষ্টমবারের মতো ফিফপ্রো’র বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন। এবার নারী একাদশে সর্বাধিক ৬ জন খেলোয়াড় ইংল্যান্ডের।

নারীদের বর্ষসেরা একাদশ

হান্নাহ হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড),
ওনা ব্যাটল (বার্সেলোনা, স্পেন),
মিলি ব্রাইট (চেলসি, ইংল্যান্ড),
লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড),
লিয়াহ উইলিয়ামসন (আর্সেনাল, ইংল্যান্ড),
আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন),
ঘিজলেন চিবাক (আল হিলাল, মরক্কো),
অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন),
বারব্রা বান্দা (ওরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া),
ক্লো কেলি (ম্যানসিটি/আর্সেনাল, ইংল্যান্ড),
অ্যালেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)।

ভোটাভুটি ও নির্বাচন প্রক্রিয়া

এবারের ফিফপ্রো একাদশ নির্বাচিত হয়েছে ৬৮টি দেশের ২৬ হাজার ফুটবলারের ভোটে।
২০০৫ সাল থেকে ফিফপ্রো প্রতিবছর এই বর্ষসেরা একাদশ ঘোষণা করে আসছে, যা ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানের একটি বলে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page