November 4, 2025, 3:16 pm
Headline :
২ কোটি টাকার সম্পদ গোপন রাখায় কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ডিএসসিসির নতুন প্রশাসক নাগরিক সেবার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নারী ওয়ানডে বিশ্বকাপ সেরা একাদশে ৫ অলরাউন্ডার, ভারতের তিনজন জায়গা পেয়েছেন ২০ বছরের বেশি সাজা ভোগ করা ৩৭ বন্দি মুক্তি পাচ্ছেন বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত? রোহিঙ্গা নারীদের ৯৭ শতাংশই শিক্ষার বাইরে: বৈশ্বিক প্রতিনিধিদলের গভীর উদ্বেগ ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার ৬৩ আসন শরিকদের জন্য খালি রেখেছে বিএনপি মনোনয়ন না পেয়েও প্রশংসায় ভাসছেন গায়ক মনির খান

আসিয়ানে সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায় বাংলাদেশ

জেডটিভি বাংলা ডেস্ক :
বাংলাদেশ আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে উদীয়মান খাতগুলোতে ফিলিপাইনের বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা। ছয় বছর পর ম্যানিলায় অনুষ্ঠিত তৃতীয় বাংলাদেশ–ফিলিপাইন পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শ (এফপিসি) সভায় এই আগ্রহের কথা জানায় বাংলাদেশ।

সভায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তরের নীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি মা. হেলেন বি. ডে লা ভেগা যৌথভাবে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ, সুনীল অর্থনীতি, শিক্ষা, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, সংস্কৃতি এবং প্রতিরক্ষা প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে।

এছাড়া, শ্রমের গতিশীলতা ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়েও মতবিনিময় করেন— যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের (এফডিএমএন) সংকট। সভা শেষে সামুদ্রিক সহযোগিতা বিষয়ে ১৯৭৮ সালের সংশোধিত এসটিসিডব্লিউ কনভেনশনের আওতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন ড. মো. নজরুল ইসলাম এবং ফিলিপাইনের পক্ষে মেরিটাইম ইন্ডাস্ট্রি অথরিটি (মারিনা)-এর প্রশাসক সোনিয়া বি. মালালুয়ান।

পরামর্শ সভা শেষে ড. নজরুল ইসলাম ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. তেরেসা পি. লাজারো এবং অভিবাসী শ্রমিক বিষয়ক মন্ত্রী হ্যান্স লিও জে. কাকডাক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এই সংলাপ আগামী বছরগুলোতে বাংলাদেশ ও ফিলিপাইনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page