মো.সিয়াম :
জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে তারা একই স্থানে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। শিক্ষকরা দীর্ঘদিন ধরে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচি ক্রমেই তীব্র আকার ধারণ করেছে।
৩০ অক্টোবরের মধ্যে গেজেট প্রকাশের আল্টিমেটাম দিয়েও সরকার সাড়া না দেওয়ায় ২ নভেম্বর তারা “প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চ” শুরু করেন, তবে পুলিশি বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।
এর আগে রোববার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল যে, সোমবারের (৩ নভেম্বর) মধ্যে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা হবে। তবে এতে অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, “শুধু অনুদানভুক্ত নয়, দেশের সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনতে হবে।” গত ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মিছিল করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনরত শিক্ষকরা। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হন এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম বলেন, “আমরা আহত শিক্ষকদের চিকিৎসা, এবং হামলায় জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা চাই। জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” শিক্ষক নেতারা জানিয়েছেন, আজকের বিক্ষোভ কর্মসূচি শেষে তারা পরবর্তী দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন।