নিজস্ব প্রতিবেদক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। কয়েকটি শিক্ষক সংগঠন ও সংশ্লিষ্ট মহলের আপত্তির পর এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংশোধিত গেজেট প্রকাশ করে। এতে আগস্টে জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এর দুইটি নতুন পদ—সহকারী সংগীত শিক্ষক ও সহকারী শারীরিক শিক্ষা শিক্ষক—বাতিল করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“সংশোধিত গেজেট জারি করা হয়েছে। পূর্বের বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুন গেজেটে শুধু দুটি শ্রেণির শিক্ষক রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষক পদ থাকছে না।”
উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রকাশিত গেজেটে প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের দুটি নতুন পদ সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছিল।